নেস্‌লে সেরেগ্রো এখন শ্রীলঙ্কায় রপ্তানি হচ্ছে

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৫৮ পূর্বাহ্ণ

নেস্‌লে বাংলাদেশ পিএলসি এখন শ্রীলঙ্কায় রপ্তানি কার্যক্রম শুরু করেছে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত একমাত্র নেস্‌লে বাংলাদেশ কারখানায় শিশুদের জন্যে দুধ দিয়ে উৎপাদিত পুষ্টিকর জুনিয়র সিরিয়াল নেস্‌লে সেরেগ্রো এখন শ্রীলঙ্কায় রপ্তানি করা শুরু হয়েছে। এই অর্জনের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাই কমিশনার ধর্মপাল উইরাক্কোডি, নেস্‌লে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউয়িক্রেমা, শ্রীলঙ্কাবাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি নাজিথ মিওয়ানাগেসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল চন্দনাইশ নিজ বাড়িতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধদাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা