নেশার টাকা না পেয়ে খালার বাড়িতে অগ্নিসংযোগ

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

নেশার টাকা না পেয়ে খালার বসতঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিলো এক নেশাগ্রস্ত ভাগিনা। গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পরান জুরানী এলাকায় ঘটনা ঘটে। আগুনে কাঁচা বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ফরিদুল আলমের ছেলে মো. দিদারুল আলম ধোপাছড়ির পরান জুরানী এলাকায় তার খালার বাড়িতে যায়। গতকাল বুধবার সন্ধ্যায় সে খালার কাছ থেকে নেশা করার জন্য টাকা চায়। এসময় খালা টাকা দিতে পারবে না বলে জানিয়ে দিলে সে ক্ষুদ্ধ হয় এবং এক পর্যায়ে খালার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম জানান, দিদার একজন পেশাগত চোর এবং মাদকাসক্ত যুবক। তার বাড়ি সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে। সে প্রায় সময় চুরিচামারি করে নেশার খরচ জোগাড় করতো। গতকালও সে তার খালার কাছে নেশার টাকা না পেয়ে খালার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধরেলপথ-সড়ক পথ অবরোধ নগরজুড়ে যানজট-ভোগান্তি
পরবর্তী নিবন্ধ২ লাখ ইয়াবা উদ্ধার মামলায় দুইজনের যাবজ্জীবন