উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। এরপর প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। লম্বা ফিঙচার শেষে লিগ ‘এ’–র গ্রুপ ওয়ানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যথাক্রমে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। ওই চার গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
এতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও স্পেন মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি। কোয়ার্টারে ইতালি ও জার্মানি ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ডেনমার্ক–পর্তুগাল ম্যাচের জয়ী দল। আর নেদারল্যান্ডস–স্পেন এর মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া–ফ্রান্স ম্যাচের জয়ী দল। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল : নেদারল্যান্ডস–স্পেন,ক্রোয়েশিয়া–ফ্রান্স,ডেনমার্ক–পর্তুগাল,ইতালি–জার্মানি। আট দল আগামী ২০ মার্চ উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এবং ২৩ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে।