মেয়েদের মতো ছেলেদের খেলাতেও নেপালকে হারানোর প্রতিশ্রুতি মিলেছিল। কিন্তু ফিফা প্রীতি ম্যাচে কথা রাখতে পারেনি জামাল ভূঁইয়ারা। গতকাল মঙ্গলবার অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে নেপালের কাছে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। নেপালের তিনটি গোলই প্রথমার্ধে হয়েছে। নেপালের অঞ্জন বিস্তা ৩ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৫৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে রাকিব হোসেন বক্সে ঢুকে ক্রস ভাসান, তা এক ডিফেন্ডারের শরীরে লাগলে পোস্টের খুব কাছ থেকে সাজ্জাদ হোসেন হেডে ব্যবধান কমান। চট্টগ্রামের ছেলে সাজ্জাদের এটাই প্রথম আন্তর্জাতিক গোল।