নেপালে যাত্রীবাহী বাস নদীতে, ১৪ ভারতীয় নিহত

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

নেপালে তনহু জেলার মারশিয়াংড়ি নদীতে যাত্রীবোঝাই একটি বাস পড়ে গেছে। এই ঘটনায় এরই মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন এবং তারা সবাই ভারতীয় বলে জানা গেছে। খবর বিবিসির। গতকাল শুক্রবার ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে বাসটি কীভাবে নদীতে গিয়ে পড়লো, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। খবর বাংলানিউজের।

তনহু জেলার ডিএসপি দীপকুমার রায়া ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানিয়েছেন, বাসটি ভারতের উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার একটি মেডিকেল দল নিয়ে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম ও রাজ্যের কোনো বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন তার রাজ্যের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের জন্য তারকাদের আহ্বান
পরবর্তী নিবন্ধবতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা