নেপালে বন্যা, ভূমিধসে মৃত্যু ছাড়াল ১০০

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৪ পূর্বাহ্ণ

নেপালের বিভিন্ন অংশে টানা কয়েকদিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অসময়ের বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে অন্তত ১০১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, এখনও নিখোঁজ ৪১ জন, বৃহস্পতিবার এমনটাই বলেছে তারা। নেপাল পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, কেবল ১নং প্রদেশেই ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; সুদূরপশ্চিম প্রদেশে মারা গেছে আরও ৩১ জন। খবর বিডিনিউজের।
আহত ৪০ জনের মধ্যে ১৯ জনই ১ নং প্রদেশের, কার্নেলিতে ৪ জন এবং সুদূরপশ্চিম প্রদেশে ১৭ জন আহত হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে বলে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। বন্যা ও ভূমিধসের কারণে এক হাজার ১৭৭টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে পুলিশের তথ্যে জানানো হয়েছে। বাস্তুচ্যুত, বন্যাক্রান্ত ও ভূমিধসপ্রবণ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে নেপাল পুলিশ। দেশের বিভিন্ন অংশে পণ্য ও যাত্রী পরিবহন সচল রাখতে রাস্তা পরিষ্কারেও পুলিশ সদস্যরা কাজ করছেন, বলেছেন নেপাল পুলিশের মুখপাত্র সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ বসন্ত বাহাদুর কুনওয়ার। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটিতে পঞ্জিকার বর্ষাকাল শেষ হওয়ারও এক মাস পর অক্টোবরের তৃতীয় সপ্তাহে দেখা দেওয়া এই হঠাৎ ও তীব্র বর্ষণ বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়েছে। জলবায়ুর পরিবর্তন নেপালের অর্থনীতি ও জীবনযাত্রায় যে ভয়াবহ প্রভাব ফেলবে, এ বৃষ্টিকেই তার নজির হিসাবে দেখছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় বারুদের কারখানায় আগুন, নিহত ১৬
পরবর্তী নিবন্ধনায়কের গুলিতে নিহত সিনেমাটোগ্রাফার