নেপালে আগামী মার্চে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই জনপ্রিয় নেতা একটি জোট গঠন করেছেন। খবর বিডিনিউজের।
দলীয় কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, এই জোট নেপালের পুরোনো ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ও সাবেক র্যাপার বলেন্দ্র শাহ, যিনি বালেন নামে পরিচিত, তিনি রোববার সাবেক টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিচানে–এর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি)- তে যোগ দিয়েছেন। আরএসপি কর্মকর্তারা একথা জানিয়েছেন। জোটের চুক্তি অনুযায়ী,আগামী ৫ মার্চের নির্বাচনে আরএসপি জয়ী হলে ৩৫ বছর বয়সি বালেন প্রধানমন্ত্রী হবেন এবং ৪৮ বছর বয়সি লামিচানে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই নেতা সেপ্টেম্বরের গণআন্দোলনে উঠে আসা দুর্নীতিবিরোধী ও সংস্কারমূলক দাবিগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। সেপ্টেম্বরে নেপালজুড়ে তরুণদের নেতৃত্বে চলা ব্যাপক জেন–জি আন্দোলনের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগ করেন এবং বিক্ষোভ–সংঘর্ষে ৭৭ জন নিহতও হয়েছিলেন।












