নেপালে নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী সাবেক র‌্যাপার বালেন্দ্র শাহ

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

নেপালে আগামী মার্চে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই জনপ্রিয় নেতা একটি জোট গঠন করেছেন। খবর বিডিনিউজের।

দলীয় কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, এই জোট নেপালের পুরোনো ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ও সাবেক র‌্যাপার বলেন্দ্র শাহ, যিনি বালেন নামে পরিচিত, তিনি রোববার সাবেক টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিচানেএর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি)- তে যোগ দিয়েছেন। আরএসপি কর্মকর্তারা একথা জানিয়েছেন। জোটের চুক্তি অনুযায়ী,আগামী ৫ মার্চের নির্বাচনে আরএসপি জয়ী হলে ৩৫ বছর বয়সি বালেন প্রধানমন্ত্রী হবেন এবং ৪৮ বছর বয়সি লামিচানে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই নেতা সেপ্টেম্বরের গণআন্দোলনে উঠে আসা দুর্নীতিবিরোধী ও সংস্কারমূলক দাবিগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। সেপ্টেম্বরে নেপালজুড়ে তরুণদের নেতৃত্বে চলা ব্যাপক জেনজি আন্দোলনের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগ করেন এবং বিক্ষোভসংঘর্ষে ৭৭ জন নিহতও হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কে আইএসের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ আহত
পরবর্তী নিবন্ধতাইওয়ানকে ঘিরে চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া