এএফসি কাপে আগামী ২১ এপ্রিল মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে ম্যাচ খেলার কথা আবাহনী লিমিটেডের। ম্যাচটি হওয়ার কথা নিরপেক্ষ ভেন্যু নেপালে। কিন্তু দেশব্যাপী ঘোষিত হয়েছে কঠোর লকডাউন। এর ফলে ভ্রমণে নতুন করে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কারণ ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে বন্ধ থাকছে বিমান চলাচলও। তাই আবাহনীর নেপাল যাওয়াটাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে! শুরুতে এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু লকডাউনের কারণে তা এক সপ্তাহ পেছানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন তারিখ নিয়েও জটিলতার অবসান হয়নি। বিমান চলাচলের নিষেধাজ্ঞার বিষয়টি এরই মধ্যে আয়োজক এএফসিকে জানিয়েছে আবাহনী লিমিটেড। এই পরিস্থিতিতে সমাধানও জানতে চেয়েছে তারা। অবশ্য ২১ এপ্রিলের ম্যাচে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আবাহনী তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা অনুশীলনে যোগ দিয়েছেন।