নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

বাইরে না যাওয়ার নির্দেশ

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে তাদের অবস্থানকৃত স্থান বা হোটেল থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নেপালে আগত সকল বাংলাদেশি যাত্রীকেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে ঘুরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। খবর বাসসের।

৩৬ সদস্যের জাতীয় ফুটবল দল এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে ৫১ সদস্যের একটি প্রতিনিধিদল বিদেশে শিক্ষা সফরের অংশ হিসেবে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে। তাদের দৈনিক কার্যক্রম বাতিল করা হয়েছে এবং নির্ধারিত সময় ১২ সেপ্টেম্বর ঢাকায় ফেরার জন্য প্রস্তুত রয়েছেন। বাংলাদেশ দূতাবাস স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের তার চুরি, ২৩ দিন ধরে জ্বলছে না বাতি
পরবর্তী নিবন্ধকাঠমান্ডুতে নামতে পারেনি বিমানের ফ্লাইট, ১১৪ যাত্রীসহ ফিরল ঢাকায়