নিজে থেকেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। কারন হিসেবে ইনজুরিকে বড় করে না দেখলেও সেট হয়ে যাওয়া একটি দলে তিনি বিশ্বকাপের জন্য ঢুকতে চাননি। যদিও বিশ্বকাপ এখনো দেরি আছে। এদিকে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাঠে গড়াবে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবেদন করেছেন তামিম ইকবাল। বর্তমানে হাঁটুর ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে ইপিএলের খেলা। এদিকে তামিম নেপালের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবে কিনা বা অনুমতি পাবে কিনা তেমন প্রশ্নের জবাবে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান তামিম বোর্ডের কাছে আবেদন করেছে। এখন অনুমতি পাবে কিনা সেটা বোর্ড সভায় সিদ্ধান্ত হবে। ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার কথা রয়েছে তামিমের। এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য অনুমতি মেলে তাহলে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তামিম। ক্রিস গেইল, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ শাহজাদের মতো বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখরাও থাকবেন ইপিএলে। প্রাথমিকভাবে চলতি বছরের ১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিলো এভারেস্ট প্রিমিয়ার লিগ। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এটি প্রায় সাড়ে ৬ মাস পিছিয়ে গেছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তামিম।