নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব১৯ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকলো মেয়েরা। দলের হয়ে জোড়া গোল করেছেন সাগরীকা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। স্বপ্না রানির ফ্রিকিক গোলরক্ষক ঝাঁপিয়ে রক্ষা করেন। নেপালের গোলরক্ষক সুজাতাতামাংয়ের হাতে লেগে দিক বদলে বারে প্রতিহত হয়। ফিরতি বলে মুনকি আক্তার বল জালে জড়াতে চেষ্টা করলেও তার শট ডিফেন্ডাররা আটকে দেন। দুই মিনিট বাদেই আবারও আক্রমণ শাণায় বাংলাদেশ। বল নিয়ে বঙে ঢুকে পড়েন মুনকি আক্তার। তবে নেপালের গোলরক্ষক এগিয়ে এসে তাকে থামান। ম্যাচের ১৪ মিনিটে বঙের মধ্যে বল পান পূজা দাস। তার মাটি কামড়ানো শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। ১৮ মিনিটে বঙের বাইরে থেকে নেয়া পূজার বাঁ পায়ের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। গোলকিক থেকে বল পান স্বপ্ন রানী। তার হেডে বক্সের কাছাকাছি দুই ডিফেন্ডারের মাঝে বল পান সাগরীকা। দুই ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে চিপ শটে বল জালে জড়ান সাগরীকা। ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি বাংলাদেশ। ৪২ মিনিটে মুনকি আক্তারের দর্শনীয় গোলে ২০ গোলের লিড নেয় বাংলাদেশ। বঙের ভেতর বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন নেপালের গোলরক্ষক সুজাতা। তবে তার ক্লিয়ার করা বল পান ইতি খাতুন; ক্রস দেন মুনকি আক্তারকে। বুদ্ধিদীপ্ত শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারতো বাংলাদেশের। এ অর্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বঙের ভেতর সাগরীকাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে পারেননি আফঈদা খন্দকার। তার শট পোস্টে লাগে। তবে ফিরতি বলে শট নেন সাগরীকা। নেপালের গোলরক্ষক সুজাতা গ্লাভস বন্দী করেন। শেষ পর্যন্ত দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দলই। ৫২ মিনিটেই এক গোল শোধ করে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় নেপাল। সুকরিয়া মিয়ার গোলে ব্যবধান কমায় নেপাল। তবে লিড বাড়িয়ে নিতে সক্ষম হয় বাংলাদেশ। ৫৬ মিনিটে সাগরীকার গোলে ব্যবধান ৩১ করে বাংলাদেশের মেয়েরা। বাকিটা সময় দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও স্কোর লাইনে আর বদল হয়নি। বাংলাদেশ পরের ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে আগামীকাল ৪ ফেব্রুয়ারি। গতকাল দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১০০ গোলে হারায় ভারত।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনের ১০ মাস পরও পানি সরবরাহ হয়নি
পরবর্তী নিবন্ধবুয়াদের চার গ্যাং নগর দাপাচ্ছে