নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

নেপালকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে অনূর্ধ্ব১৯ নারী টিটোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শুভসূচনা করেছে বাংলাদেশ। মালেয়েশিয়ায় শনিবার নেপালকে ৫২ রানে আটকে রাখলেও রান তাড়ায় ৫ উইকেট হারায় বাংলাদেশ। দলটির শক্তির জায়গা বোলিং, দুর্বলতা ব্যাটিংয়ে। গত কিছুদিনে বারবার যা ফুটে উঠেছে, মূল আসরে অভিযানের শুরুতেও তা দেখা গেছে আরেকবার। তাই জয়ের স্বস্তি নিয়ে শুরু করতে পারলেও ব্যাটিংয়ের দুর্ভাবনা রয়েই গেল বাংলাদেশের। গতকাল শনিবার টস হেরে ব্যাটিংয়ে নামা নেপালের ওপেনার সানা প্রাভিন এক প্রান্ত আগলে রাখেন অনেকটা সময়। তবে বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে আরেক প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত। এক পর্যায়ে সানাও আউট হন ৩২ বলে ১৯ রান করে। তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল ছয়ে ব্যাট করতে নামা সিমানা কেসি (১০)। রিয়া অপরাজিত থাকেন ৫ রান করে। দলের আর কোনো ব্যাটার ৫ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশের কোনো বোলার একগাদা উইকেট নেননি। দুই উইকেট শিকার করেন কেবল জান্নাতুল মাওয়া। ৪ ওভার বোলিং করে ১১ রান দিয়ে এই ২টি উইকেট পান তিনি। ভালো বোলিং করেন বাকি সবাই। নিশিতা ১৩ রান দিয়ে, ছোঁয়া ৭ রান দিয়ে এবং আনিসা ৬ রান দিয়ে প্রত্যেকে ১টি করে উইকেট তুলে নেন। সুমাইয়া এবং হাবিবা উইকেট পাননি।

তবে নেপালের সর্বনাশ হয় রানিং বিটুউইন দা উইকেটে। রান আউট হন তাদের পাঁচ পাঁচজন ব্যাটার। নেপালের গোটা ইনিংসে বাউন্ডারি ছিল কেবল তিনটি। নেপাল ১৮.২ ওভার খেলে মাত্র ৫২ রানে সবাই আউট হয়ে যায়। অল্প এ রান তাড়ায় বাংলাদেশও ধুঁকতে থাকে শুরুতে। প্রথম তিন ব্যাটার বিদায় নেন মাত্র ১১ রানে মধ্যে। সুবর্ণা ০৪, ছোঁয়া ০১ এবং জুয়াইরিয়া ০২ রান করে বিদায় নেন। পরে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার দলকে এগিয়ে নেন কিছুটা। তবে তারা দুজনও কাজ শেষ করতে পারেননি। সাদিয়া ১৬ এবং সুমাইয়া ১২ রান করে আউট হয়ে যান। আফিয়া ইসলাম ইরা ও জান্নাতুল মাওয়া দলকে জিতিয়ে ফেরেন। আফিয়া ৯ এবং জান্নাতুল ৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে ১৩.২ ওভারে।

নেপালের রচনা, রিয়া, সিমানা এবং পুজা প্রত্যেকেই ১টি করে উইকেট পান। প্লেয়ার অব দা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের জান্নাতুল মাওয়া। এই গ্রুপের অন্য ম্যাচে এ দিন স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পরের লড়াই সোমবার অস্ট্রেলিয়ার সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টা ফারুক-ই-আজমের সাথে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের সাক্ষাত
পরবর্তী নিবন্ধসাইফের বাড়িতে ওই রাতে ৩০ মিনিটে যা হয়েছিল