নেপালকে ৭ উইকেটে উড়িয়ে টানা দুই ম্যাচ জিতে যুব এশিয়া কাপের শেষ চারে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। পরে গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে ২ উইকেটে হারালে নিশ্চিত হয়ে যায় ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিফাইনাল খেলা। দুই ম্যাচের দুটি জিতে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের বিজয়ীরা গ্রুপ সেরা হবে।












