নেদারল্যান্ডসের রটারডামে কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে বাধ্য হয়ে গুলি ছুড়তে ও জলকামান ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
শুক্রবার স্থানীয় সময় রাতে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়ে। সতর্ক করতে গুলি ছুড়েছিলাম, বিক্ষোভকারীদের লক্ষ্য করেও গুলি ছুড়তে হয়েছে, কেননা পরিস্থিতি তখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, রয়টার্সকে এমনটাই বলেন পুলিশের মুখপাত্র প্যাট্রিসিয়া ওয়েসেলস। গুলিতে দুইজন আহত হয়েছে বলেও তিনি সেসময় জানান। আমরা জেনেছি অন্তত দুইজন আহত হয়েছে, সম্ভবত সতর্কীকরণ গুলিতে তারা আহত হয়েছে, তবে প্রকৃত কারণ বের করতে হবে, বলেছিলেন তিনি। পরে মোট আহতদের সংখ্যা ৭ বলে জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পুলিশের গুলিতে আহত একজনের ছবি পোস্ট করলেও পুলিশ জানিয়েছে, যার ছবি দেখা যাচ্ছে তিনি কীভাবে আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেননি তারা।
সংক্রমণের উর্ধ্বগতি মোকাবেলায় নেদারল্যান্ডসের সরকার চার দেওয়ালের ভেতরকার ভেন্যুগুলোতে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘করোনা পাস’ দেখানোর নিয়ম চালুর যে পরিকল্পনা নিয়েছে, তার প্রতিবাদেই শুক্রবার রটারডামে কয়েকশ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।