নেদারল্যান্ডসের কাছে হারের পর সামাজিক মাধ্যমে মন্তব্য

‘এখানে আর কিছু করার নেই, দেশে চলো বাংলাদেশ’

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের কাছে লজ্জাজনক হারের পর বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ব্যঙ্গবিদ্রুপ ও সমালোচনার ঝড় শুরু হয়েছে। টিমের ক্রমাগত হারের কথা উল্লেখ করে এমন সক্ষমতা নিয়ে বিশ্বকাপের মতো বড় আসরে কেন খেলতে গেছে সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

একটি বিজ্ঞাপন চিত্রের ‘চলো বাংলাদেশ’ লেখা ছবি পোস্ট করেছেন এক ব্যক্তি। তার নিচে আরিফ উল করিম নামের একজন মন্তব্য করেছেন, ওখানে থাকার কোনো মানেই হয় না। সবাই দেশে চলে আসুক। অপর একজন লিখেছেন, এখানে আর কিছু করার নেই, দেশে চলো বাংলাদেশ।

উম্মে হানি নামের একজন লিখেছেন, আগেই বলেছি এরা প্লেয়ার না, রানওয়ে মডেল। ভোগের নেক্সট ফ্যাশন শোতে এদের পাঠাও প্লিজ। তারিকুল ইসলাম জুয়েল লিখেন, বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে বাঘের সেই হারানো শক্তি ফিরিয়ে আনতে প্রত্যেককে বাঘের সাথে দুইটি ইন্টিমেট রাত কাটানোর ব্যবস্থা করা হোক।

নয়ন কাদের নামের একজন লিখেছেন, সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। (শোরুম উদ্বোধন করতে হবে যে!)। তাকে তাড়াতাড়ি দেশে উড়িয়ে আনা হোক!

চবি বাংলা বিভাগের অধ্যাপক আনোয়ার সাঈদ লিখেছেন, অথর্ব ক্রিকেট বোর্ড, দাম্ভিক অধিনায়ক, ছন্নছাড়া দল, দিশেহারা সমর্থক! সবমিলিয়ে লেজেগোবরে অবস্থা!!

আরো নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে দেশের মানুষ নিজেদের ক্ষোভ ঝেড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজেনারেটরে ৩০ টাকায় মোবাইলে চার্জ!
পরবর্তী নিবন্ধচার দশকের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে চট্টগ্রামের গ্রাহকদের পাশে আইডিএলসি