লায়নিজমের বিশ্বব্যাপী বিস্তৃত মানবতার তরে সেবা কার্যক্রমে হাসিমুখে নেতৃত্ব প্রদানের জন্য লিওদের যোগ্যতা ও কর্মদক্ষতার সাথে তৈরি হবার প্রতি গুরুত্বারোপ করেছেন পিডিজি লায়ন কামরুন মালেক। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও অদিতি বড়ুয়া এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের সভাপতি লিও নাজমুল হোসাইন আলেপের সভাপতিত্বে এবং লিও ক্লাব অব চিটাগংয়ের সহসভাপতি লিও শেখ মুনতাসির মামুন, লিও শাহাদাত হোসাইন সাইফ, সেক্রেটারি লিও মিনহাজুর রহমান শিহাবের যৌথ পরিচালনায় সমপ্রতি চিটাগং সিনিয়র্স ক্লাবে লিও ক্লাবসের দায়িত্ব হস্তান্তর, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট টিমের সংবর্ধনা ও লিও ক্লাবস স্কুলিং ও লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন মুহাম্মদ আনিসুল হক চৌধুরী, লিও ইয়্যুথ ক্যাম্প অ্যান্ড এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, সদ্যপ্রাক্তন লিও ইয়্যুথ ক্যাম্প অ্যান্ড এক্সচেঞ্জ চেয়ারপার্সন ও জোন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন মো. মাঈন উদ্দিন এবং লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা।
বক্তব্য দেন, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খান, লিও কো-অর্ডিনেটর ও জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, লিও ক্লাব অব চিটাগংয়ের সদ্যপ্রাক্তন সভাপতি লিও শাহারিয়ার কবির এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের সদ্যপ্রাক্তন সভাপতি লিও তাসফিয়া আকতার। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট লিও আতিক শাহরিয়ার সাদিফ, সেক্রেটারি লিও ওমর ফারুক, ট্রেজারার সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের চীফ এডভাইজার লিও রাহুল লালা জয়, রিজিওন ডিরেক্টর লিও আবদুল্লাহ আলী আল হাসানের পরিচালনায় লিওদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও বাঁধন ঘোষ, লিও সৌরভ, লিও রাকিবুল ইসলাম রনি, লিও রানা চৌধুরী, লিও আহসানুল ইসলাম সিকদার, লিও রামিসা বিনতে নাসির, লিও আনামুল হক, লিও মাহফুজুর রহমান, লিও সারওয়ার আলম, লিও মাহমুদুন নবী, লিও আল মাহমুদ সাকিব, লিও শাকিলুর রহমান, লিও আরমান খান মেহেদী, লিও মো. জাহেদ, লিও মোহাম্মদ সাখাওয়াত, লিও অর্পিতা মজুমদার, লিও তাসফিয়া তাসনিম, লিও বেলাল উদ্দিন, লিও মো. হামিদুর রহমান, লিও মো. সাইদুল আলম, লিও সজিব ভূঁইয়া, লিও বিজয় দাস, লিও তাহমিদ আবীর, লিও প্রীতম নাথ, লিও শাহ রিয়াজ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










