নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে মানুষের কল্যাণে কাজ করতে হবে

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, পরীক্ষার্থীদের বিদায় হলো সম্ভাবনার হাতছানি। আজকের বিদায় দারুণ সম্ভাবনার ও আনন্দের। গতকাল কায়সার নিলুফার সিটি কর্পোরেশন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বেও নিশাত হাছিনা শিরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহামুদ হাসনী, হাজী নুরুল হক, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, সাবেক কমিশনার পেয়ার মোহাম্মদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুর নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কলেজ পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, টিংকু চক্রবর্তী, শিক্ষার্থী মুক্তি দত্ত। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শেখ মুহাম্মদ ওমর ফারুক ও মানপত্র পাঠকরেন জুলি আকতার। পরে মেয়র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
বাঁশখালী গার্লস কলেজ : বাঁশখালী গার্লস কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ মাহামুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, অধ্যাপক জমির উদ্দিন, মাহামুদুল হক তালুকদার, ফজলুল কাদের চৌধুরী, মো. নোমান, আবদুল মতলব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ রোবটিক্স ক্লাবের তিন কর্মশালা
পরবর্তী নিবন্ধস্মার্ট দেশ বিনির্মাণে টেকসই পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে : ভিসি