নেতা পার হবেন তাই আধঘণ্টা আগে থেকেই কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সেতুর দুই পাড়ে আটকা পড়ে শত-শত গাড়ি। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহাজান খান এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে বিকেলের দিকে তাদের ফেরার খবর পেয়ে প্রায় আধঘণ্টা আগেই সেতুর উপর দিয়ে সকল যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে মুহূর্তেই সেতুর দু’পাড়ে শত-শত গাড়ি আটকা পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে এমপির গাড়ি বহর পার হয়ে গেলেও ট্রেনের একটি বগি নিয়ে সেতুর সমীক্ষায় আসা একটি টিমের কারণে এ জট স্বাভাবিক হতে আরও কয়েক ঘন্টা সময় লাগে। রাত ৮ টার দিকেও এর প্রভাব দেখা যায়।
এসময় ঘরমুখী শত-শত নারী-পুরুষকে দেখা গেছে পায়ে হেঁটে আর নৌকা যোগে আবার কাউকে-কাউকে নতুন ব্রিজ হয়ে গন্তব্যে পৌঁছাতে। আবু বক্কর নামের এক সিএনজি চালক বলেন, পার হওয়ার জন্য ২ ঘণ্টা ধরে বসে আছি। জানি না আজ পার হওয়া যাবে কিনা। সেতুর টোল অফিসে দায়িত্বরত জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে সেতুতে একটু ঝামেলা থাকে, এর উপর সেতুর সমীক্ষায় আসা ট্রেনের বগির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।