বাঁশখালীতে পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক মো. লেয়াকত আলীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়।বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি নেতা সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো.লেয়াকত আলী। পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেক মনির সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ফারুকী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী ছাবের আহমদ, সাবেক কাউন্সিল মুনতাসীর আলী মামুন দুলাল, হেলাল উদ্দিন, মোস্তাক আহমদ, চৌধুরী ওয়াহহাব প্রমখ। এ সময় মো. লেয়াকত আলী বলেন, দলের সিদ্ধান্ত অনুসারে বিগত দিনে সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাই আগামীতে দল আমাকে আরো বেশি জনগণের কাছে যাওয়ার সুযোগ করে দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে যখন মাঠে কেউ ছিল না তখন আমার সমর্থিত নেতাকর্মীরা মাঠে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছে উল্লেখ করে বলেন, আমি সাধারণ জনগণের সাথে থাকতে চাই, নেতা নয় কর্মী হয়ে কাজ করতে চাই।