নেতা-কর্মীদের গতিশীলতা আনতে তৃণমূলে নেতৃত্ব সৃষ্টি করতে হবে

জঙ্গলখাইন আ.লীগের সভায় বক্তারা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা গত রোববার এয়াকুবদন্ডী হাই স্কুল মিলনায়তনে ইউনিয়ন আ.লীগের সভাপতি অসিত বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজা কামাল মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.তিমির বরণ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, শাহাদাত হোসেন ফরিদ, সবুজ বড়ুয়া, সাইফুল ইসলাম চৌধুরী, শাহেদ উদ্দিন সুমন, আবুল কালাম খাঁন, সফিকুল মন্নান চৌধুরী, রেজা মোহাম্মদ জামশেদ, ইউনুছ চৌধুরী, আবু ছালেহ প্রমুখ।

এতে বক্তারা বলেন, তৃণমূলে আওয়ামীলীগকে শক্তিশালী করতে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের গতিশীলতা আনতে তৃণমূলে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে হবে। এ জন্য মাঠে নেমেছে পটিয়া উপজেলা আওয়ামীলীগ। আগস্ট মাসের আগেই চলতি মাসে উপজেলার ১৭ ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চমবারের মতো পেছাল অভিযোগ গঠন
পরবর্তী নিবন্ধদৃষ্টি চট্টগ্রামের নতুন কমিটি