নেতার নাম ভাঙিয়ে কেউ চাঁদা দাবি করলে প্রশ্রয় দিবেন না

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ইফতার মাহফিলে নওফেল

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নেতার নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের নিকট কেউ চাঁদা দাবি করলে তাদের কেউ প্রশ্রয় দিবেন না। তিনি গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম লেডিস ক্লাবে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রধান উপদেষ্টা ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সাতকনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন। সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল। আলোচক হিসেবে উপস্থিত থেকে মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যিদ মো. আবু নোমান।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা জামাল আহমদ, জসিম উদ্দিন কবির, হারুন অর রশিদ, আব্দুর রহিম, সেলিম উল্লাহ, মোহাম্মদ ইসমাইল, সাবেক সভাপতি আব্দুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমীর, সমিতির সিনিয়র সহসভাপতি ফারুক আজম, সহ সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, আইন সম্পাদক এডভোকেট আব্দুল জলিল, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছাদেক হোছাইন, ধর্মীয় সম্পাদক মো. মাঈনুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানব সম্পদ উন্নয়নে কাজ করে যেতে হবে
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সাধারণ সভা