নেতাদের মুক্তি দেয়া না হলে রাজপথে কর্মসূচি

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু, সমাবেশে পুলিশের নগ্ন হামলা এবং কারাগারে আটক ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল। গতকাল সোমবার নগরীর জেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সালাউদ্দিন সাহেদের সভাপতিত্বে ও সামিয়াত আমিন জিসানের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে আরও বক্তব্য দেন, জাফরুল হাসান রানা, ইয়াকুব আলী জুয়েল, মোহাম্মদ হানিফ, কাইয়মুর রশিদ বাবু, ওমর কাইয়ুম, ইমতিয়াজ উদ্দিন অপু, মোরশেদ ফয়সাল, ইমাম হোসেন আবির, শাহাব উদ্দিন আহমেদ, আরিফ উল্লাহ মো. নোমান, এনামুল হক সজীব, মোহাম্মদ বিন মাহির, গিয়াস উদ্দিন সারজিল, হামিদ হোসেন হামিদ, মো. রিদুয়ান, মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ আলফাজ, আনোয়ার হোসেন বাপ্পী, মো. মোস্তফা কামাল প্রমুখ। অবিলম্বে ছাত্রনেতাদের মুক্তি দেয়া না হলে রাজপথে কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি জানানো হয়।

দক্ষিণ জেলা ছাত্রদল : দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে মো. শহীদুল আলম শহীদের নেতৃত্বে গতকাল সোমবার নিউ মার্কেট দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে হতে বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মো. শহীদুল আলম শহীদ। সমাবেশে আরও উপস্থিত জিয়াউল কাদের জিয়া, মতিউর রহমান রাসেল, মো. খালেদ হোসাইন, সাইফুদ্দীন দস্তগীর, মো. মুবিনুল হক চৌধুরী, এরশাদ উল্লাহ, হেলাল উদ্দিন, মো. সায়েম উদ্দিন, এম মনসুর আলম, মাইনুদ্দীন জায়েদ, রাকিব উদ্দিন চৌধুরী, কাইয়ুম উদ্দিন, আলী আকবর প্রমুখ। দক্ষিণ জেলা ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দেয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইন কলেজ ছাত্রদল : জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও ঢাকা প্রেসক্লাবে ছাত্রদল নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন- মো. রিয়াজ, আবুল কাসেম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ রবিউল হোসেন ইরান, আব্দুল মান্নান, কে এম ইয়াছিন মাসুদ, আরিফ হোসেন জুমন, আরিয়ান, রিপন, দিদার, জয়, এমরান, আনিস, বাদশা, হিরো, এবিএম রহিম, মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাবের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের সৈয়দপুরবাসী পেল স্টিলের সেতু