লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক একরাম হোসেনের সভাপতিত্বে ও লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, আবদুল কুদ্দুস চৌধুরী, আহমদ কবির চৌধুরী, গাজী আমির হোসেন, আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন নজির মেম্বার, বেলাল উদ্দিন, তাজুল ইসলাম কাজল, শাহ আলম ও আব্দুর রহিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী কবি হেলাল হাফিজকে উদ্ধৃত করে বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এলডিপি নেতাকর্মীদের এখন আর বসে থাকলে চলবে না। যেকোন মূহুর্তে ডাক আসতে পারে; তাই আর দেরি না করে নিজ নিজ এলাকায় এলডিপির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। সম্মেলনে পদুয়া ইউনিয়ন এলডিপির সভাপতি নির্বাচিত হয়েছেন একরাম হোসেন, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন। গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. ইস্কান্দার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল। গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবদুল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম ইমন। প্রেস বিজ্ঞপ্তি।