চসিক নির্বাচনে প্রশাসনের বিএনপি নেতাকর্মীদের নামে বিভিন্ন থানায় মামলা দায়ের এবং গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রোজী কবির, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বাক আবু সুফিয়ান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা থাকলেও অতিউৎসাহী কিছু সদস্য এলাকায় এলকায় বিএনপি নেতা কর্মীদের বাড়ি তল্লাশি চালাচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। নেতৃবৃন্দ পুলিশকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নাগরিকদের নিরাপত্তা বিধানসহ নিরপেক্ষ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।