নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে

উত্তর জেলা বিএনপির সমাবেশে বক্তারা

| সোমবার , ১ আগস্ট, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

অব্যাহত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ হালিম। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, মো. নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আলহাজ্ব সরওয়ার আলমগীর, কাজী মো. সালাহউদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে অ্যাডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মো. সেলিম চেয়ারম্যান, সোলায়মান মনজু, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু মোহাম্মদ হাসনাত, অধ্যাপক মহসিন, সাইদুল ইসলাম চৌধুরী, কাজী মো. মহিউদ্দিন, জাকির হোসেন, মোবারক হোসেন কাঞ্চন, আলমগীর হোসেন ঠাকুর, আবু আহমেদ প্রমুখ।

সমাবেশে জয়নাল আবেদীন ফারুক বলেন, বর্তমান সরকার বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। সরকারকে পদত্যাগ করাতে হলে একদফার আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে একদফার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ বছর বয়সেই সাত বছরের চুরির অভিজ্ঞতা!
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৯ মামলার আসামি ইন্না ডাকাত গ্রেপ্তার