নেজাম উদ্দীন ৭৩০ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী

মেখল ইউপিতে উপনির্বাচন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদের উপনির্বাচন ইভিএমে সম্পন্ন হয়েছে। এতে টিউবওয়েল প্রতীকের প্রার্থী সৈয়দ মো. নেজাম উদ্দীন ৭৩০ ভোট পেয়ে মেম্বার পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী সৈয়দ মইনুল হক পেয়েছেন ৩৪৪ ভোট। অন্যদের মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী সাবেক ইউপি সদস্য মো. মহসিন পেয়েছেন ৩০০ ভোট, তালা প্রতীকের প্রার্থী আবুল হোসেন ভুট্টু ১৮৬ ও আপেল প্রতীকে সৈয়দ নাজিম উদ্দীন প্রকাশ হাবিব পেয়েছেন ২২ ভোট।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পশ্চিম মেখল ছিদ্দিকিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮শ ২৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪শ ৯ ও মহিলা ১ হাজার ৪শ ১৪ জন।

প্রসঙ্গত, উক্ত ইউনিয়ন পরিষদের উল্লেখিত ওয়ার্ড মেম্বার মো. বেলাল উদ্দীন দুইমাস আগে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।

পূর্ববর্তী নিবন্ধ৭ জুনের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে ৮ জুন পরিবহন ধর্মঘট
পরবর্তী নিবন্ধআগরতলায় কৃতী নারী সম্মাননা অনুষ্ঠান