নেকাব কাণ্ডের সেই অধ্যক্ষকে ওএসডি

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ) মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বান্দরবান সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদানের কথা জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর পরীক্ষার হলে নিকাব না খোলায় পরীক্ষায় বসতে দেননি অধ্যক্ষএমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী উম্মে আনজুমানআরা। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে ১৫ ডিসেম্বর মাটিরাঙা সেনা জোনে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ মো. কামাল হোসেন। ঘটনার ১ সপ্তাহের মধ্যে ওএসডি হলেন অভিযুক্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধ২১ আগস্ট গ্রেনেড মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্টের অভিমত
পরবর্তী নিবন্ধশহীদ মিনারে ফুল দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার