কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ‘রথীন্দ্র মঞ্চে’ শতবর্ষে ময়মনসিংহ গীতিকা এবং রবীন্দ্রনাথ ও দীনেশচন্দ্র সেনের পত্রাবলীর শতবর্ষ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে প্রমা অবন্তীকে বাংলাদেশে ওড়িশী নৃত্যে প্রচার ও প্রসারের জন্য ‘দীনেশ-রবীন্দ্র সম্মাননা-২০২২’ পদক প্রদান করা হয়।
প্রাতিষ্ঠানিক শিক্ষায় নাট্যকলা ও নাট্য নির্দেশনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত চলচ্চিত্রকার সন্দীপ রায়কে ‘হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক-২০২২’ এ ভূষিত করা হয়।
তাছাড়া কবিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আমেরিকা, স্পেন, জার্মানি, উজবেকিস্তান, ইরাক, রাশিয়া থেকে আমন্ত্রিত ছয়জন কবি ও সংস্কৃতিকর্মীদের সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়।
সভাপতিত্ব করেন ইসিসিআরের সভাপতি অধ্যাপক শান্তিনাথ চট্টোপাধ্যায়। আরও উপস্থিত ছিলেন হীরালাল সেন ও দীনেশচন্দ্র সেনের বংশের উত্তরাধিকারী দেবকন্যা সেন।