নৃত্যাঞ্জলির ভরতনাট্যম ও কত্থক শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ৮ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যাঞ্জলির ভরতনাট্যম ও কত্থক শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে নৃত্যাঞ্জলির উপদেষ্টা শীলা মোমেন বলেন, সবার আগে চাই যে কোনো একটি ধ্রুপদী নৃত্য ধারায় দক্ষতা অর্জন।

নৃত্যশিল্পী শারমিন হোসেন বলেন, আজকের এই শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যায় ছোট্ট ছোট্ট সোনামণিদের ও কিশোর কিশোরীদের নৃত্য দেখে আমি খুবই আবেগ আপ্লুত। এবারে নৃত্যাঞ্জলির শিক্ষার্থী এবং কত্থক বিভাগের শিক্ষকদের একটি পূর্ণাঙ্গ নৃত্যানুষ্ঠান কত্থকনাট্যম আয়োজিত হয়েছে।

কত্থক বিভাগের নৃত্য পরিচালনায় ছিলেন শিক্ষক মো. হানিফ ও ভরতনাট্যম বিভাগের নৃত্য পরিচালনায় ছিলেন শিক্ষক হাসি বিশ্বাস, মৃত্তিকা বড়ুয়া, সাকিব সালেহীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্ডাস্ট্রিতে আগের মতো কাজের গতি নেই : দীপা খন্দকার
পরবর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধ শেষ করতে পারলে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত