বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রামের উদ্যোগে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে থিয়েটার ইন্সটিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রামের মহাব্যবস্থাপক নুর আনোয়ার হোসেন রনজু। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন এবং থিয়েটার ইন্সটিটিউটের আর্টিস্টিক ডিরেক্টর একুশে পদক প্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার।
অনুষ্ঠানে সবান্ধব উপস্থিতির জন্য বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা , চট্টগ্রামের সভাপতি শারমীন হোসেন ও সাধারণ সম্পাদক সঞ্চিতা দত্ত বেবী আন্তরিক অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।