নৃত্যরূপ একাডেমির বর্ষপূর্তি

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

নৃত্যের তালে তালে নটরাজ, ঘুচাও সকল বন্ধ হে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গত ৭ জুলাই চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে নৃত্যরূপ একাডেমির ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। একে দুইজন নৃত্যশিল্পী সঞ্চিতা দত্ত বেবী এবং স্বপন দাশকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তিন জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক সাবেক জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অবসরপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং ওড়িষি নৃত্যশিল্পী বেনজীর সালাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের চীফ অব ফ্লোর এন্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমাদ্রি বড়ুয়া হিমু। নাট্যশিল্পী কঙ্কন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ওড়িশি ধারার নৃত্য ‘বটু’ পরিবেশন করে নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীরা। এরপর নৃত্যরূপ একাডেমির পরিচালক নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া আরেকটি ওড়িশি নৃত্য ‘জটাবি’ পরিবেশন করেন। বক্তব্য ও সম্মাননা পর্বের পর নৃত্যরূপের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করে।

উদ্বোধনী বক্তব্যে লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন, ‘নৃত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। সাধনার বিষয়। আমাদের সন্তানরা নৃত্য চর্চা, অন্যান্য সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলায় যুক্ত থাকলে বিপথগামী হবে না। মননেচেতনায় শুদ্ধ মানুষ হয়ে গড়ে উঠবে।’ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএফডিসিকে এগিয়ে নিয়েছি : নিপুণ
পরবর্তী নিবন্ধএশিয়া অনূর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়