সাতকানিয়ার আমিলাইশ মরহুম নূর হোছাইন মাস্টার স্মরণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ গত ২০ মে বিকেলে আমিলাইশ ব্যাংক মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী।
প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন আমিলাইশ ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাষ্টার আবু বক্কর, ৭নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মামুন, ৪ নং ওয়ার্ড মেম্বার শিপক চক্রবর্তী, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক মোহাম্মদ নবাব চৌধুরী, দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেল, ক্লাবের সিনিয়র সদস্য মাঈন উদ্দীন সোহেল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয় ক্ষুদে ফুটবলার এহসানুল হক রিফাতকে। প্লেয়ার অব দি ম্যাচ হন শিকলবাহা স্পোর্টস একাডেমির রায়সুল ও বেস্ট পারফর্মমার হন মোহাম্মদ মফিজ। পশ্চিম ডলু স্পোর্টিং ক্লাব বনাম শিকলবাহা স্পোর্টস একাডেমির খেলাটি ড্র হয়। অতিথি দল হিসেবে শিকলবাহা স্পোর্টস একাডেমিকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।