হযরত আমানত খান (রা.) দরগাহ’র মোতয়াল্লী শাহজাদা শরফুদ্দিন মোহাম্মদ শওকত আলী খান শাহিনের ভগ্নিপতি নূর–উন–নবী (৬২) গতকাল দুপুর ২.৩০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মরহুম জাকির হোসেন কন্ট্রাকটরের ৪র্থ পুত্র ও সুফি সাধক হযরত আমানত খান (রা.) দরগাহ’র মোতয়াল্লী মরহুম শাহজাদা ফৌজুল খানের জামাতা। আজ বাদে জোহর হযরত আমানত খান (রা.) দরগাহ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।