চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন আবদুল লতিফ হাটস্থ সিলেট কোম্পানী বাড়ি নিবাসী মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম (৭০) গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৪ নভেম্বর বাদে জোহর আবদুল লতিফ হাটস্থ চাঁন্দগাজী জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে বাকলিয়া থানার পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।