নূরুজ্জামান সান্টুর দেশাত্মবোধক গান

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

আশির দশকে নূরুজ্জামান সান্টুর গান লেখা শুরু। এ পর্যন্ত লেখা হয়েছে অনেক গান।

সম্প্রতি ইউটিউবে ললনা টিভি চ্যানেলে তার কথা ও সুরে ‘দেশ দেশ দেশ বাংলাদেশ, বেশ বেশ বেশ আমার এ দেশ’ দেশাত্মবোধক গানটি হাজার ভিউ’স পেয়েছে।

নব্বইয়ের দশকে তার লেখা ও সুরে ৩টি গানসহ রাকিব আহমেদের গাওয়া ১২টি গানের ‘চোখের স্বপ্ন’ নামের একটি অ্যালবাম বের হয় বিটিভির এনামুল টিংকুর মিউজিক কম্পোজিশনে।

গানগুলোর কথা ছিল চোখের স্বপ্ন যদি মনে জাগে, মন ছুটে যায় তার অনুরাগে; তোমার দেখা মেলে লেখালেখিতে, নন্দিনী তুমি নও দেখাদেখিতে এবং এক পাহাড়ি মেয়ে, শুধু চেয়ে থাকে যেন আমার পানে।

প্রসঙ্গত, তিনি গীতিকারদের সংগঠন বাংলাদেশ গীতিকার সমিতির উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধআসছে ‘হডসনের বন্দুক’
পরবর্তী নিবন্ধগল্পের আসর, গল্পের ভুবন