নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। হাটহাজারীতে বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান আল্লামা খলিল আহমদ কাসেমীর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলেদেন, বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী। এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৩০৫৭ টি কেন্দ্রে, ১০১৯৭ টি প্রতিষ্ঠানের, ৭,২৬,০৩৭ জন ছাত্র–ছাত্রী অংশগ্রহণ করেন। পাশের হারছিল ৯৭.৮৮% । জিপিএ–৫.০০ ৪৫,৪৬৩ জন।
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সহ–সভাপতি মুফতি মুহাম্মদ আলী কাসেমী।
প্রধান অতিথি ছিলেন বোর্ডের মুহতারম চেয়ারম্যান মুফতি খলিল আহমদ কাসেমী। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব মুফতি জসীমুদ্দীন। উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, জমির উদ্দিন, মীর মুহাম্মদ আনিস, হাফেজ ইসমাইল, ওসমান ফয়েজ, মো. ইউনুস, ওসমান শাহানগরী, মীর মুহাম্মদ কাসেম,আবুল হাসেম, সলিমুল্লাহ, এমদাদুল্লাহ, মনজুরুল ইসলাম, নুরুল আবসার, মাস্টার আনিসুল ইসলাম, হেলাল উদ্দীন, মোখতার হোসাইন প্রমুখ।