নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ আয়োজিত দেশব্যাপী নূরানী মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যান আল্লামা খলিল আহমদ কাসেমীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী।
এ বছর ৩০৯২টি কেন্দ্রে ১০৩১২টি প্রতিষ্ঠানের সর্বমোট ৭,২৯,৭৩৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৭,০৩,৫৬৭ জন শিক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৩,৩৫,৩২৫ জন ছাত্র এবং ৯৪৪১৪ ছাত্রী। এবং জিপিএ–৫ অর্জন করেছে ৪৭,৩৭২ জন শিক্ষার্থী। পাশের হার ৯৬.৮৯%।
হাটহাজারী পৌরসভার রেলস্টেশন রোডস্থ বোর্ডের প্রধান কার্যালয়ে এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা মুফতি ফাহিম উদ্দীন মাসুমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সহ–সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী কাসেমী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী।
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক পরিদর্শক মাওলানা সলিমুল্লাহ খাঁন, মাওলানা মনজুরুল ইসলাম ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসীমুদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন বোর্ডের সহ–সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ–অর্থ সচিব মাওলানা ওসমান ফয়জী প্রমুখ।












