নুয়েসলা কার্যকরী পরিষদের অভিষেক

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জন করা আইনজীবীদের সংগঠন নুয়েসলার কার্যকরী পরিষদের অভিষেক সংগঠনের সভাপতি এডভোকেট ফিরোজ উদ্দিন তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হাবিবুল গণি। সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আ ন ম কামরুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহাম্মদ ভূঁইয়া, বার কাউন্সিলের সদস্য এডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মো. হাশেম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম, এডভোকেট নাসির উদ্দিন আহমেদ খাঁন রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনী প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মধ্যরাতে টিসিবির পণ্য নেওয়া হচ্ছিল মুদি দোকানে, মালামালসহ ট্রাক জব্দ