নুর হোসেন

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের কেয়ার টেকার নুর হোসেন গতকাল শনিবার দুপুর সোয়া একটার দিকে বহদ্দারহাটস্থ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। শনিবার বাদে মাগরিব বহদ্দারহাট তালতলস্থ পশ্চিম ফরিদের পাড়া আকবর মুন্সি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে ওয়াবদা কলোনিস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নুর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের স্মরণসভা
পরবর্তী নিবন্ধআহলে বায়তে রাসুলদের হত্যা করে ইয়াজিদ শয়তানের ন্যায় চির অভিশপ্ত