রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন মোহাম্মদ মঈনুদ্দিনের পিতা নুর মোহাম্মদ খাঁন (৮৫) গতকাল রোববার ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ মাগরিব পাঠানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।