পটিয়া প্রতিনিধি : পটিয়ায় হযরত নুর উদ্দীন ফকির স্মৃতি অলিম্পিক অল নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কে এস স্পোর্টসকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া ওয়ারিয়র্স ফুটবল দল। রোববার রাতে পৌরসভার উত্তর গোবিন্দার খিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার প্রথমার্ধে পটিয়া ওয়ারিয়র্সের আক্রমণভাগের খেলোয়াড় রিবুর মাটি কামড়ানো শটে গোল করেন। খেলার বাকি সময় ও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও কে এস স্পোর্টস গোল পরিশোধে ব্যর্থ হয়। খেলা শেষে ম্যান অব দা টুর্নামেন্ট ও ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের একমাত্র গোলদাতা রিবু। সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন কে এস স্পোর্টসের বাবু, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন ফইল্যাতলী স্পোর্টসের তুষার। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হযরত নুর উদ্দীন ফকির স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো: আনিসুল হক খাঁন, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, বক্তব্য রাখেন রংধনু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবছার উদ্দিন সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. দিদারুল আলম, মো. জসিম উদ্দিন মল্ল, সাংবাদিক শফিউল আজম, মো. মিজানুর রহমান, লিয়াকত আলী, ডা. সঞ্জয়, মো. লোকমান, বিকাশ ধর, মো. নুরুল ইসলাম প্রমুখ।











