নুর উদ্দীনের কবর জিয়ারত করলেন ভূমিমন্ত্রী জাবেদ

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল শনিবার বিকালে শাহ গরীবুল্লাহ মাজার কবরস্থানে মরহুম সৈয়দ মোহাম্মদ নুর উদ্দীনের করব জিয়ারত করেছেন।

এসময় তিনি সৈয়দ নুর উদ্দীনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সাবেক লায়ন্স জেলা গভর্নর ও বিজিএমইএর সাবেক ১ম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মরহুমের ছোট ভাই সৈয়দ আজিজ নাজিম উদ্দীন, আবু হায়দার চৌধুরী। উল্লেখ্য, সাবেক চেম্বার পরিচালক সৈয়দ নুর উদ্দীন গত ২৫ এপ্রিল ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে শাহ গরীবুল্লাহ মাজার প্রাঙ্গণে সমাহিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধহেলমেট মাথায় নয়, হাতে