নুরের জ্ঞান ফিরেছে

ভেঙে গেছে নাকের হাড়, মাথার আঘাতও গুরুতর

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। গতকাল শনিবার সকাল ৭টায় নুরের ফেসবুক পেইজে বলা হয়, নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এখন তার কিছুটা হুঁশ ফিরেছে।

নুরের চিকিৎসায় গত শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে; যে কারণে অনেক রক্তক্ষরণ হয়েছিল। তার রক্তক্ষরণ আগেই বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয়। ঢাকা মেডিকেলে নূরসহ গণঅধিকার পরিষদের পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। খবর বিডিনিউজের।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের ভাষ্য, তাদের মিছিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে হামলা করা হয়। এর প্রতিবাদে মশাল মিছিল শেষে সংবাদ সম্মেলনের সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে। এতে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর। নুরসহ আহতদের প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার নাকে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।

এদিকে নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত
পরবর্তী নিবন্ধনুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা