মরহুম নুরুল হক স্মৃতি অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কালামিয়া বাজার মিয়াজি কিংস। গত শুক্রবার ডিসি রোড আবদুল লতিফ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হালিশহর আদর্শপাড়া ফাতেমা স্মৃতিকে ১–০ গোলে পরাজিত করে মিয়াজি কিংস। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলদাতা হন মিয়াজি কিংসের আবিদ। সেরা গোল কিপার মিয়াজি কিংসের চিনু। খেলা পরিচালনা করেন মো. আরমান। চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ–অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, ইসমাইল হোসেন লেদু, জাবেদুল হক, সাদ্দামুল হক, মো. রায়হান, মো. খোকন, মো. মিজান, মো. সাজ্জাদ, রহিম মিনু, রাজু আহমেদ, শাহাদাত হোসেন সাজ্জাদ, মো. তারেক, বাবলু, আল আমিন, সালাহউদ্দিন বাপ্পি, মো. মাহিম প্রমুখ।