পটিয়ার শিক্ষাবিদ আব্দুল হকের কনিষ্ঠ পুত্র নুরুল কবির (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি সাবেক পুলিশ সুপার নুরুল আলম, বিএনপি নেতা নুরুল আমিন এবং ব্যাংকার নুরুল আবছারের ছোট ভাই। তিনি স্ত্রী, ১কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানা শেষে তাকে আকমল মিয়াজির মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহাজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপি নতা অ্য্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান তাদের পৃথক পৃথক শোক বার্তায় শোক ও সমবেদনা জানিয়েছেন।