রাঙ্গুনিয়ার শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম সর্দার (৬৫) গতকাল সোমবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নালির্লাহে …….রাজেউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল দুপুরে নিজ গ্রামে পৌরসভার নোয়াগাঁও লস্কর তালুকতার পাড়া নতুন জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন করা হয়। মরহুম নুরুল ইসলাম সর্দার কর্ণফুলী জুট মিল সিবিএর দুই মেয়াদে সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন।












