কর্ণফুলীর বড়উঠান মৌলভী বাড়িতে ঈদে মিলাদুন্নবী (দ:), ফাতেহা ইয়াজদাহুম ও আল্লামা আবুল মোকারেম মোহাম্মদ নুরুল ইসলাম আলকাদেরীর (র:) বার্ষিক ওরশ আজ।
কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর খতমে কোরান, বাদ জোহর মাজার জেয়ারত, বাদ মাগরিব জীবনী আলোচনা, বাদ এশা মিলাদ ও তবরুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।