নুরুল ইসলামী হাশেমী সুন্নিয়তভিত্তিক সমাজ বিনির্মাণে উৎসর্গীত ছিলেন

স্মরণানুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

ইমামে আহলে সুন্নাত শাহ্‌সূফি আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (রহ.) ৯৬ তম খোশরোজ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। বায়েজিদ জালালাবাদস্থ আহছানুল উলুম জামেয়া গাউসিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসাইন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা মীর আবদুর রহিম মুনিরী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ অহিদুল আলম। স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের মূলধারাই হচ্ছে সুন্নিয়ত বা সুন্নিয়তের দর্শন। মানুষের জাগতিক কল্যাণ এবং পরকালীন অনন্ত জীবনে পরিত্রাণের দিশা রয়েছে সুন্নিয়তের দর্শনে। ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.) সুন্নিয়তভিত্তিক ইনসাফপূর্ণ মানবিক সমাজের পথিকৃৎ ছিলেন। মুহাম্মদ ফারুক হোসাইন ও মুহাম্মদ এনামুল হক মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি কে এম আজাদ রানা, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ সাহেদুল আলম, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ জোনায়েদ আরফাত, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি, মুহাম্মদ নজিবুল আজাদ, মুহাম্মদ রাসেল, কাজী কায়েস উদ্দিন, মুহাম্মদ ইরফান উদ্দিন, মুহাম্মদ নূর উদ্দিন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জিকু, মুহাম্মদ নাঈমুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম আফিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ছৈয়দুল আলম
পরবর্তী নিবন্ধকোরআন-সুন্নাহর শাশ্বত নির্দেশনার অনুসৃতির মাধ্যমে অবক্ষয়মুক্ত জীবন গড়া সম্ভব