নুরুর ১২ সহযোগী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা।। ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

নগরীর আকবর থানাধীন ঝিল এলাকা থেকে পুলিশের উপর হামলাকারী নুরুল আলম নুরুর ১২ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নাছিয়া ঘোনা ১নং ঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা, চারটি কিরিচ, তিনটি ছোরা ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বিউটি আক্তার (২৭), মোশারফ হোসেন (২২), মো. পারভেজ (২৮), মো. ওমর আলী (৩০), মো. জুয়েল রানা (১৯), মো. রাসেল (২৮), মো. বাবুল (২৮), আতাউল্লাহ (২৬), মো. সাঈদ (২০), মো. হৃদয় হোসেন (১৯), মো. ইব্রাহীম খলিল (৩০) ও অহিদুল ইসলাম বাদশা (১৯)। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি জহির হোসেন। এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জনকে ২৬ ডিসেম্বর পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন দৈনিক আজাদীকে বলেন, ‘বৃহস্পতিবার ভোরে ১নং ঝিল এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত নুরুর ১২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার শেষে মামলা হয়েছে। তাছাড়া ৭ জনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের হাজির করা হলে মহানগর ম্যাজিস্ট্রেটের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।’ প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বিকেলে ১নং ঝিল এলাকায় ডাকাত নুরুকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। ওইদিনের অভিযানে পুলিশ নুরুকে আটক করলেও নুরুর সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত আরো ১২৫
পরবর্তী নিবন্ধটেকনাফে ছুরিকাঘাতে ৩ সন্তানের মা নিহত ঘাতক স্বামী আটক