নুরাল পাগলার লাশ কবর থেকে তোলার নির্দেশদাতা লতিফ মোল্লা গ্রেপ্তার

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৪ অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরা পাগলার লাশ কবর থেকে তোলার নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গ্রেপ্তার আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

শরীফ আল রাজীব বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দীতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে লাশ তোলা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে লাশ তুলে পোড়ানো মামলার আসামি।

এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া এ মামলায় অভি মণ্ডল রঞ্জু (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মণ্ডলের ছেলে।

এদিকে গতকাল সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে যুবক নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় ৪ অপহরণকারী আটক, গণধোলাই